রাইড শেয়ারিং ও ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম পাঠাও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ডেলিভারি এজেন্ট পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৬ ডিসেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
বিজ্ঞাপন
প্রতিষ্ঠানের নাম: পাঠাও
পদের নাম: ডেলিভারি এজেন্ট, পাঠাও কুরিয়ার
পদসংখ্যা: নির্ধারিত নয়
বিজ্ঞাপন
ডেলিভারি এজেন্টদের দায়িত্বসমূহ
বিজ্ঞাপন
- নির্ধারিত জোনের মধ্যে পার্সেল দ্রুত এবং দক্ষতার সঙ্গে সরবরাহ করা, নির্ধারিত সেবা এলাকা ও সময়সূচি অনুসরণ করে।
- প্রদত্ত ডেলিভারি ম্যানিফেস্ট অনুযায়ী পার্সেল সময়মতো, সঠিক এবং নিরাপদে সরবরাহ নিশ্চিত করা।
- সংগ্রহ করা নগদ টাকা নির্ধারিত হাব টিমে সঠিকভাবে জমা দেওয়া এবং প্রতিটি ডেলিভারির জন্য সঠিক মিল নিশ্চিত করা।
- পেশাদার এবং গ্রাহক-কেন্দ্রিক মনোভাব বজায় রেখে সব ধরনের যোগাযোগে ইতিবাচক সম্পর্ক তৈরি করা।
- সকল প্রয়োজনীয় ডকুমেন্টেশন এবং নীতিমালা অনুযায়ী নির্ভুলভাবে আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করা।
- পার্সেল সাবধানে পরিচালনা করা, যাতে ক্ষতি এড়ানো যায় এবং গ্রাহকের কাছে নিরাপদে সরবরাহ নিশ্চিত করা।
- ডেলিভারি প্রক্রিয়া এবং মাঠে ঘটে যাওয়া আপডেট সম্পর্কে নির্ধারিত হাবে সময়মতো ও স্পষ্ট প্রতিবেদন প্রদান করা।
প্রয়োজনীয় কাগজপত্র
১। সম্প্রতি সময়ের সিভি- ১ কপি।
২। সম্প্রতি সময়ের তোলা পাসপোর্ট সাইজের ছবি- ৬ কপি (ল্যাব প্রিন্ট পিছনে স্বাক্ষর সহ)।
৩। জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স/জন্ম নিবন্ধন- ২ কপি (ফটোকপি)।
৪। বর্তমান ঠিকানার সম্প্রতি সময়ের (চলমান মাস সহ যে কোন ৩ মাস) বিদ্যুৎ/পানি/গ্যাস বিল বা কার্ডের- কপি (ফটোকপি)।
৫। শিক্ষাগত যোগ্যতার সনদপত্র- ১ কপি (ফটোকপি)।
৬। প্রধান অভিভাবকের (মা/বাবা/ভাই/বোন) জাতীয় পরিচয়পত্র- ২ কপি (ফটোকপি)।
৭। প্রধান অভিভাবকের পাসপোর্ট সাইজের ছবি- ২ কপি (ল্যাব প্রিন্ট পিছনে স্বাক্ষর সহ)।
৮। প্রধান অভিভাবক যদি আপনার সঙ্গে বসবাস না করে তাহলে তার বর্তমান ঠিকানার সম্প্রতি সময়ের (চলমান মাস সহ যে কোন ৩ মাস) বিদ্যুৎ/পানি/গ্যাস বিল বা কার্ডের- ২ কপি (ফটোকপি)।
৯। দ্বিতীয় অভিভাবকের জাতীয় পরিচয়পত্র- ১ কপি (ফটোকপি)।
১০। দ্বিতীয় অভিভাবকের পাসপোর্ট সাইজের ছবি- ১ কপি (ল্যাব প্রিন্ট পিছনে স্বাক্ষর সহ)।
১১। ১০০ টাকা সমমূল্যের ৩ টি স্ট্যাম্প পেপার (মোট ৩০০ টাকা সমমূল্যের)।
১২। একটি স্মার্ট মোবাইল ফোন থাকতে হবে।
১৩। একটি সাইকেল থাকতে হবে।
১৪। বাইকারদের জন্য উপরোক্ত কাগজগুলোর সাঙ্গে অতিরিক্ত মোটর সাইকেলের রেজিস্ট্রেশন কাগজ, ব্যক্তিগত ড্রাইভিং লাইসেন্স ও মোটর সাইকেলের ট্যাক্স টোকেন (কাগজের মেয়াদ নিন্মে ২ মাস) থাকতে হবে- ১ টি করে ফটোকপি।
১৫। জন্ম নিবন্ধনের ক্ষেত্রে কাউন্সিলর/চেয়ারম্যান সনদ আব্যশক (সত্যায়িত ছবি সহ)।
চাকরির ধরন: ফুলটাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: কমপক্ষে ১৮ বছর
কাজের এলাকা: বনানী, লালবাগ, উত্তরা, পল্লবী, মালিবাগ, মতিঝিল, মোহাম্মদপুর, দিয়াবাড়ি, শেওড়াপাড়া, বাসাবো, হাজারীবাগ, ডেমরা, মিরপুর-১, বসুন্ধরা, রায়েরবাজার, বাড্ডা, সিদ্ধিরগঞ্জ, বন্দর, নারায়ণগঞ্জ, সোনারগাঁও এবং গজারিয়া
বেতন: সর্বোচ্চ ৩৫,০০০ হাজার টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৫ জানুয়ারি ২০২৫